কীভাবে পারিবারিক শেয়ারিংয়ের সাহায্যে অ্যাপ শেয়ার করবেন ও কেনাকাটা করবেন

পারিবারিক শেয়ারিং থাকলে, পরিবারের সংগঠক কেনাকাটা শেয়ার করা চালু করতে পারেন যাতে পারিবারিক শেয়ারিং গ্রুপে থাকা প্রত্যেকে অ্যাপ, গান, বই ও আরও অনেক কিছু শেয়ার করতে পারেন।

কেনাকাটা শেয়ার করা কীভাবে কাজ করে

পারিবারিক শেয়ারিংয়ের সংগঠকই একমাত্র সদস্য যিনি গোটা পারিবারিক গ্রুপের জন্য কেনাকাটা শেয়ার করা চালু করতে পারবেন। গ্রুপের অন্যান্য সদস্যরা নিজেদের ডিভাইসে কেনাকাটা শেয়ার করা চালু করতে বা অংশগ্রহণ করার আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারবেন। পারিবারিক সংগঠক কেনাকাটা শেয়ার করা চালু করলে ও পরিবারের অন্যান্য সদস্যরাও কেনাকাটা শেয়ার করা চালু করলে, তারা একে অপরের শেয়ার করা কনটেন্ট, যেমন অ্যাপ, গান, সিনেমা ও আরও অনেক কিছু অ্যাক্সেস করতে পারবেন। কেনাকাটা শেয়ার করা বন্ধ না করা পর্যন্ত পরিবারের সবার কেনাকাটার পেমেন্ট পারিবারিক সংগঠক করেন।

পরিবারের সদস্যরা App Store, iTunes Store, Apple Books বা Apple TV অ্যাপের কেনাকাটার পেজে শেয়ার করা কনটেন্ট পাবেন। ইন-অ্যাপ কেনাকাটা কেনাকাটার পেজে দেখা যায় না, সেগুলো শেয়ার যোগ্য হলেও এবং কিছু আইটেম শেয়ার করা যায় না।

আপনি কোন ধরনের কনটেন্ট শেয়ার করতে পারবেন ও কোন ধরনের কনটেন্ট শেয়ার করতে পারবেন না,তা জানুন

iPhone বা iPad-এ কেনাকাটা শেয়ার করা চালু করা

কেনাকাটা শেয়ার করার ফিচার ব্যবহার করতে হলে আপনাকে পারিবারিক শেয়ারিং সেট আপ করতে হবে।

  1. সেটিংস অ্যাপ খুলে পরিবার-এ ট্যাপ করুন।

  2. কেনাকাটা শেয়ার করায় ট্যাপ করুন।

  3. আপনার নামে ট্যাপ করুন, তারপর আমার কেনাকাটা শেয়ার করুন চালু করুন ও স্ক্রিনে দেখানো নির্দেশাবলী মেনে চলুন।

  4. পেমেন্ট পদ্ধতি নিশ্চিত করতে, আবার কেনাকাটা শেয়ার করায় ট্যাপ করুন এবং শেয়ার করা পেমেন্ট পদ্ধতি সংক্রান্ত তথ্য দেখুন। এটি পারিবারিক সংগঠকের ডিফল্ট পেমেন্ট পদ্ধতি হয়ে যাবে।

    iPhone স্ক্রিনে কেনাকাটা শেয়ার করার জন্য পেমেন্ট পদ্ধতি দেখাচ্ছে।

আপনার Mac-এ কেনাকাটা শেয়ার করা চালু করা

কেনাকাটা শেয়ার করার ফিচার ব্যবহার করতে হলে আপনাকে পারিবারিক শেয়ারিং সেট আপ করতে হবে।

  1. Apple মেনু  > সিস্টেম সেটিংস বেছে নিন, তারপর পরিবার-এ ক্লিক করুন।

  2. কেনাকাটা শেয়ার করা ক্লিক করুন।

  3. আপনার নামে ক্লিক করুন তারপর আমার কেনাকাটা শেয়ার করুন চালু করুন।

  4. পেমেন্ট পদ্ধতি নিশ্চিত করতে, শেয়ার করা পেমেন্ট পদ্ধতির নিচে দেখুন। এটি পারিবারিক সংগঠকের ডিফল্ট পেমেন্ট পদ্ধতি হয়ে যাবে।

    Mac স্ক্রিনে কেনাকাটা শেয়ার করার জন্য পেমেন্ট পদ্ধতি দেখাচ্ছে।

আপনি কেনাকাটা শেয়ার করা চালু করলে, সবার কেনাকাটার বিল পারিবারিক সংগঠকের পেমেন্ট পদ্ধতিতে পাঠানো হবে।* পারিবারিক সংগঠক এগুলো করতে পারবেন:

পরিবারের কোনো সদস্য প্রথমবার নিজের ডিভাইস থেকে কিছু কিনলে, পারিবারিক সংগঠকের CVV লিখে পেমেন্ট ভেরিফাই করতে হতে পারে।

* আপনি পারিবারিক শেয়ারিংয়ের গ্রুপে থাকলে, আপনার করা কেনাকাটার জন্য আপনার ব্যক্তিগত Apple অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে চার্জ কাটা হবে। কেনাকাটার পেমেন্ট করার জন্য আপনার Apple অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে, বাকি থাকা পেমেন্ট কেনাকাটা শেয়ার করা চালু থাকলে পারিবারিক শেয়ারিং সংগঠকের কাছ থেকে চার্জ করা হয়।

কেনাকাটা শেয়ার করা বন্ধ করা

আপনি পারিবারিক শেয়ারিং সংগঠক হলে এবং পরিবারের সদস্যরা তাদের নিজেদের কেনাকাটার পেমেন্ট নিজে করুক চাইলে, কেনাকাটা শেয়ার করা বন্ধ করুন।

আপনার iPhone বা iPad-এ

  1. সেটিংস অ্যাপ খুলে পরিবার-এ ট্যাপ করুন।

  2. কেনাকাটা শেয়ার করা ট্যাপ করুন।

  3. কেনাকাটা শেয়ার করা বন্ধ করুন-এ ট্যাপ করুন, তারপর নিশ্চিত করতে শেয়ার করা বন্ধ করুন-এ ট্যাপ করুন।

আপনার Mac-এ

  1. Apple মেনু  > সিস্টেম সেটিংস বেছে নিন।

  2. পরিবার-এ ক্লিক করে কেনাকাটা শেয়ার করা-এ ক্লিক করুন।

  3. কেনাকাটা শেয়ার করা বন্ধ করুন-এ ক্লিক করুন, তারপর নিশ্চিত করতে আবার কেনাকাটা শেয়ার করা বন্ধ করুন-এ ক্লিক করুন।

কেনাকাটা শেয়ার করা বন্ধ থাকলে, আপনি নিজের কেনাকাটা শেয়ার করা বন্ধ করে দেন ও পারিবারিক শেয়ারিং গ্রুপে আপনার পরিবারের সদস্যদের করা কেনাকাটায় আর অ্যাক্সেস করতে পারেন না। তবে, আপনি সাবস্ক্রিপশন শেয়ার করা চালিয়ে যেতে পারবেন যেমন iCloud+, Apple TV+ ইত্যাদি — তবে কেনাকাটা করতে সবার নিজস্ব পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে হবে।

বাচ্চাদের করা কেনাকাটায় অনুমোদন দেওয়া

বাচ্চারা কি কিনছে ও ডাউনলোড করছে তা দেখতে চাইলে, কেনার জন্য জিজ্ঞাসা করুন ফিচার সেট আপ করুন। কোনো বাচ্চা অ্যাপ, সিনেমা বা অন্যান্য কনটেন্ট কেনার জন্য জিজ্ঞাসা করলে, পারিবারিক শেয়ারিং সংগঠক নোটিফিকেশন পাবেন এবং নিজের ডিভাইস থেকেই সেই অনুরোধ অনুমোদন বা প্রত্যাখ্যান করতে পারবেন।

কেনার জন্য জিজ্ঞাসা করুন কীভাবে চালু করবেন জানুন

প্রকাশের তারিখ: